শিলিগুড়ির পর ফের কলকাতা, বেসরকারি হাসপাতাল নারাজ স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিতে
বেস্ট কলকাতা নিউজ : গত সোমবার রানাঘাট থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের নার্সিংহোম গুলিকে। কিন্তু বাস্তবে কোনও কাজে এল না মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিতে ফের অস্বীকার করল কলকাতার উপকণ্ঠে বাঘাযতীনের এক প্রাইভেট নার্সিংহোম। ওই বেসরকারি হাসপাতালের নাম রেডপ্লাস সোসাইটি। গত ১২ তারিখে সেখানে রোগীকে ভর্তি করা হয়েছিল পেটের সমস্যা নিয়ে। হাসপাতালের তরফে তখনই জানানো হয় যে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যাবে রোগীর অস্ত্রোপ্রচার করা হলে তবেই, তা না হলে নয়। যেহেতু কোনো অপারেশন হয়নি তাই এক্ষেত্রে ভুল হয়েছে রোগীকে ভর্তি করা। চিকিত্সার টাকাও ফের চেয়েছে এমনকী ওই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। হইচই পড়ে গিয়েছে এমনকি বিষয়টি প্রকাশ্যে আসতেই।
তবে শুধু শহর কলকাতা নয় ইতিমধ্যেই জেলার বাসিন্দারাও চরম বিপাকে পড়েছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। শিলিগুড়িতে বিনা চিকিত্সায় প্রাণ দিতে হয়েছে ৭০-এরও বেশি বয়সের এক নাগরিককে। মৃতের নাম মহম্মদ গফ্ফর। জানা গেছে তিনি শিলিগুড়ির প্রমোদনগরের মাটিগাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কোনও বেসরকারি হাসপাতাল তাঁকে ভর্তি নেয়নি। শেষপর্যন্ত মঙ্গলবার বাড়িতেই তাঁর মৃত্যু হয় বিনা চিকিত্সায়। ‘