শিলিগুড়ির পানিট্যাংকি সীমান্তে জারি হল হাই অ্যালার্ট, নজরদারিতে এলেন উত্তরবঙ্গের আইজি
শিলিগুড়ি : প্রতিবেশী দেশ নেপালে অশান্ত পরিস্থিতির জেরে ভারত–নেপাল সীমান্তে জারি হয়েছে কড়া নজরদারি। বিশেষ করে দার্জিলিং জেলার অন্যতম প্রবেশদ্বার পানিট্যাংকি সীমান্তে মঙ্গলবার বিকেল থেকে চালু হয়েছে হাই অ্যালার্ট। সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি স্বচক্ষে খতিয়ে দেখতে ওই দিন বিকেলে সেখানে পৌঁছান উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। সূত্রের খবর, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি তিনি এদিন স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন। উল্লেখ্য, নেপালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্ত দিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অনুপ্রবেশ না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। সীমান্তে জারি আছে কড়া নিরপত্তা ব্যবস্থ্যাও। যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসা বাদ করছেন অফিসাররা।
