শিলিগুড়ির প্রধান নগরে অবৈধ দোকানের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামলো শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি : শিলিগুড়ি প্রধান নগরে অবৈধ দোকানের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামলো শিলিগুড়ি পুরসভা। এদিন সকালে পুরসভার আধিকারিকরা পুর কর্মীদের নিয়ে প্রধান নগরে অবৈধ দোকানগুলির বিরুদ্ধে অভিযান চালালেন। সেভাবে প্রতিরোধ না হওয়ায় অবাকই হয়ে যান অনেকে, তবে দোকানদারদের অনেকেই জানিয়েছেন তাদের পর্যাপ্ত পরিমাণে সময় দেয় নি পুরসভা , যে কারণে তারা কোন বিকল্প ব্যবস্থা তৈরি করে উঠতে পারেনি। অন্যদিকে পুরসভার তরফ থেকে জানানো হয় শহর শিলিগুড়ির সবকটি অবৈধ দোকানের কাছে পুরনিগমের সতর্কবাণী পৌঁছে গিয়েছিল। বহু দোকান যার বিকল্প ব্যবস্থাও করে নেন , যে কারণে তাদের কোন সমস্যা হয়নি, যারা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারেননি সমস্যা হয়েছে তাদেরই।

এদিকে প্রধান নগরের বাসিন্দাদের পাল্টা অভিযোগ শহর শিলিগুড়ির অন্যান্য পাড়ার থেকে প্রধান নগর একটু অন্য রকমের, এখানে বড় কোন সিদ্ধান্ত নিতে গেলে যদি আগের থেকে জানিয়ে রাখা না হয় , তাও সময় নিয়ে তাহলে এই ধরনের সমস্যা তৈরি হবে। বৈধ কাগজপত্র নিয়ে যে সমস্যা এটা যদি আমরা আগের থেকে জানতাম তাহলে সেভাবেই প্রস্তুত হতাম , দোকান ভাঙার সাথে সাথে এদিন প্রধান নগরে এসে জড়ো হন প্রচুর মানুষ। বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েন, পাশে ছিলেন তাদের বাড়ির মহিলারাও। তবে কঠোর নিরাপত্তা থাকায় এদিন কোন ধরনের অসুবিধা হয়নি , বলেও জানান পুরসভার আধিকারিকেরা।