শিলিগুড়ির প্রেসগুলোতে তৈরি হচ্ছে আরজি করের প্রতিবাদের ফ্লেক্স

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির বিভিন্ন প্রেস গুলিতে শুধুমাত্র তৈরি হচ্ছে আরজিকরের প্রতিবাদের ফ্লেক্স। জানা গেছে শিলিগুড়িতে যতগুলি প্রেস আছে দিনে ১০ হাজার ফ্লেক্স তৈরি হচ্ছে। এক প্রেসের মালিক জানিয়েছেন আমার প্লেসে এখন শুধু আরজিকরের প্রতিবাদের ফ্লেক্স তৈরি হচ্ছে। দিন থেকে রাত এক একটি প্রতিষ্ঠান থেকে ফোন আসছে আর জি করের প্রতিবাদের ফ্লেক্স তৈরি করার জন্য। আমি গত দুদিনে প্রায় গড়ে পাঁচ হাজার ফ্লেক্স তৈরি করেছি।

শিলিগুড়ি সুভাষপল্লীর একটি প্রেসের মালিক জানালেন আমার প্রেসে শুধুমাত্র স্কুল থেকেই ফ্লেক্স তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে ছোট বড় ফ্লেক্স। আমরা মনে করছি এইভাবে না করে আমরা সবাই যদি একভাবে একসাথে তৈরি করি সবার উপকার হয়। আরজিকর নিয়ে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা দেশ। বিদেশেও প্রতিবাদ চলছে। শিলিগুড়ি ও পিছিয়ে নেই। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে ফ্লেক্স এর অর্ডার আসছে। আগামী দিনে কি হবে জানিনা আমরাও, তবে প্রতিবাদ দরকার ছিল, জানালেন প্রেসের মালিকেরাও। আমরাও এর মধ্যে প্রতিবাদ করতে নামবো বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *