শিলিগুড়ির মেয়ে রত্না বর্মন সুযোগ পেলেন মহিলাদের অনুর্ধ ১৯বাংলা দলে
শিলিগুড়ি : শিলিগুড়ির মেয়ে রত্না বর্মন বাংলা অনুত ১৯ মহিলা ক্রিকেট দল এ সুযোগ পেলেন। প্রচন্ড যুক্ত পরিবারের মেয়ে রত্না ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত, বাবা সন্তোষ বর্মন একটি মুদিখানা দোকানে কাজ করেন দুই ভাই এবং এক বোন এ পরিবারে দিন খায় এর মত অবস্থা। সেখান থেকে উঠে আসা রত্না বর্মনের এই সাফল্যে খুশি সবাই। বাবা জানালেন আমি ছোট থেকেই ওকে দেখেছি কি পরিমানে পাগল ভক্ত ও ক্রিকেটের। তাই আমি পাড়া দেখতে ক্লাবে ওকে ভর্তি করেছি। ওর এত দূরে আসার পিছনে অর কোচ এবং ওর ক্লাবের কর্মকর্তাদের অবদান অনেক। রত্না বর্মন নিজে একজন ভালো গিটারিস্ট বলে জানা তার বাবা। তবুও সে ক্রিকেটকে ভালবাসে বলে ক্রিকেটকেই তার পেশা হিসেবে মেনে নিয়েছে। আপাতত তার লক্ষ্য বাংলা দলের তার স্থায়ী জায়গা করে নেওয়া। তার জন্য সে চায় শুধু প্র্যাকটিস এবং প্র্যাকটিস করতে। ভালো খেলে ভালো জায়গা চাকরি হবে তা এটাই আসা থাক।
সে আরো জানায় বাবা মা তার জন্য অনেক কষ্ট করেছে। ভালো চাকরি করে বাবা মাকে খুশি করতে চায় সে। এ আরো জানায় তার দুই ভাই তাকে প্রচুর উৎসাহ দিয়েছে ক্রিকেট খেলার জন্য, তাদেরও ভালোভাবে দেখাশোনা করবে সে সে বলে জানায়। আমার কাজ প্রথমে বাংলা দলে এবং পরে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি রিচা দির প্রচন্ড ভক্ত। আমি বড় হয়ে রিচা দির মতো খেলতে চাই। দুই একদিনের মধ্যে এসে কলকাতার রওনা দিচ্ছে। তারপরে তার ভবিষ্যৎ তৈরি করা পালা। সে জানিয়েছে সে সফল হবেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা।