শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে মনীষীদের মূর্তি ভাঙার চেষ্টা, চরম বিস্মিত এলাকার সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একদল দুষ্কৃতী এসে ১০ জন মনীষীর মূর্তি ভাঙার চেষ্টা করলো শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে , স্থানীয় দুই মহিলা বাসিন্দা এসে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন , সাথে সাথে দৌড়ে ছুটে চলে আসেন এলাকার মানুষ. তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গেছে মেয়র গৌতম দেব এই দশ জন মনীষীর মূর্তি স্থাপন করেছিলেন। কে বা কারা কি কারনে এই কাজ করতে এসেছিল , সেটা চিন্তা করে অবাক হয়ে যাচ্ছেন এলাকার মানুষ।

এদিকে এলাকার মানুষের আরও অভিযোগ ওয়ার্ডে বহিরাগতদের আড্ডা বাড়ছে দিনের পর দিন, শুধু এই ওয়ার্ডেই নয় গোটা শহরে দাপিয়ে বেড়াচ্ছে বহিরাগতরা, স্থানীয় ছেলেরা এমন কাজ কখনোই করবে না। তবে কি কারণে মূর্তি ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল সেটা বলতে পারছে না কেউই। পরে এলাকার বাসিন্দারাই পুলিশের খবর দেন, পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করে। এলাকার কাউন্সিলর নিজে পুলিশের কাছে গিয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি জানিয়েছেন , যে বা যারা এই ঘটনা ঘটাক তাদের যেন ছাড়া না হয়। এই ঘটনায় অবাক শিলিগুড়ি দুজন মেয়র পারিষদ সদস্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *