শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হবে, স্টেডিয়ামের উন্নতিকরনের কাজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগের শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার লক্ষ্যে স্টেডিয়ামের উন্নতিকরণ সহ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার কোর্ট নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে চলছে। এদিকে এদিন পুরনিগমের সচিব, বাস্তুকার সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দের সাথে উক্ত কাজের অগ্রগতি পরিদর্শনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিশিষ্ট তৃণমূল নেত্রী সুস্মিতা বোস মৈত্র এবং অন্যান্য ব্যক্তিত্বরা। মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়ির মতো জায়গায় ইন্দোর স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হোক এটা আমার স্বপ্ন, এই ইচ্ছে নিয়ে আমি এই ইনডোর স্টেডিয়াম কে সংস্কার করতে চাই। শিলিগুড়ি কে আমি আরো এগিয়ে নিয়ে যেতে চাই।


