শিলিগুড়ি ইসকন মন্দিরে চুরির ঘটনা, অবশেষে পৌঁছালো ফরেনসিক দল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি ইসকন মন্দিরে চুরির ঘটনায় অবশেষে পৌঁছালো ফরেনসিক দল। এদিন সকালে তারা ইসকন মন্দির চত্বরে গিয়ে গোটা এলাকা ঘুরেও দেখেন। ৩ সদস্যের ফরেনসিক দলটি ইসকন মন্দিরের ভিতরের বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখে। তারা এদিন ইসকন মন্দিরের প্রভুদের সাথে কথা বলেন, এবং কিভাবে কি হয়েছিল সেটা তারা বিশদভাবে জানাতে বলেন।

এদিকে ইসকন মন্দির সূত্রে জানা গেছে চুরির ব্যাপারটি নিয়ে তারাও প্রচন্ডভাবে সন্দিহান হয়ে আছে। এত লোকের রমরমা , এত মানুষের মধ্য কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটা নিয়েও আতঙ্কিত তারা। ফরেনসিক দলটি গোটা মন্দির চত্বরের ভেতর এবং বাইরে পরীক্ষা করে দেখে। স্থানীয় মানুষদের সাথেও এদিন অনেকক্ষণ ধরে কথা বলেন তারা। এমনকি ইসকন মন্দিরের ভিতরে বিভিন্ন জায়গায় টর্চ দিয়ে পরীক্ষাও করে দেখেন তারা। অবশেষেএদিন বিশেষজ্ঞ দলটি সবার সাথে কথা বলে চলে যায়। তারা জানিয়ে যায় প্রয়োজন পড়লে আবার তারা আসবে। এদিকে ইসকন মন্দিরে চুরির ঘটনা নিয়ে বিব্রত এবং আতঙ্কিত ইসকন মন্দিরের ভক্তরাও। তারাও জানিয়েছে এই ঘটনার সবিস্তারে তদন্ত হওয়া উচিত। এবং আসল ঘটনার সবার সামনে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *