শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী মধুমিতা গোস্বামী তার প্রাক্তন ইস্কুলের জন্য তুলে দিলেন ৩৬ টি সিলিং ফ্যান
শিলিগুড়ি : মেয়র গৌতম দেব এর উপস্থিতিতে, তারই প্রাক্তন স্কুল শিলিগুড়ি গার্লস স্কুল এর কে ৩৬ টি সিলিং ফ্যান তুলে দিলেন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রী মধুমিতা গোস্বামী। মেয়র গৌতম দেবের উপস্থিতিতে, তিনি তার স্কুলের জন্য এই উপহার তুলে দিলেন। তিনি জানান অসহ্য গরমে ছাত্রীদের সমস্যা হয়, বিশেষ করে পড়বার সময় গরম লাগলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই ওদের একটু আরাম দিতে চেষ্টা করলাম। এদিন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন তিনিও জানালেন এটা নিঃসন্দেহে দুর্দান্ত উদ্যোগ। এই চিন্তা করাটাই প্রচন্ড মহৎ কাজ। আজকে এই উদ্যোগের ফলে স্কুলের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে। শুভেচ্ছা এবং শুভকামনা প্রার্থনা করি ওনার জন্য। প্রাক্তন হয়েও ওনার এই চিন্তা ভাবনা স্কুলের জন্য নিঃসন্দেহ একটা ইতিবাচক দিক। এদিন কিছু বৃক্ষরোপণ করা হয় ইস্কুলে।
