শিলিগুড়ি টেলিফোন এক্সচেঞ্জে ব্যাপক বোমাতঙ্ক, আতঙ্কে বেরিয়ে আসলেন কর্মীরা
শিলিগুড়ি : ভয়াবহ বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো শিলিগুড়ির স্টেডিয়াম লাগোয়া বিএসএনএল অফিসে, যার জেরে কর্মীরা বেরিয়ে আসেন অফিস থেকে। জানা যায় এদিন বিকেল বেলায় হঠাৎ করে একজন বোমা আছে বলে আতঙ্কে চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান অন্যান্য কর্মচারীরা, ডাকা হয় পুলিশকে এমনকি আসে বোম্ব স্কোয়াডও। তারা এসে গোটা জায়গাটিকে ঘিরে ফেলে। তবে এদিন সেরকম কিছু পাওয়া যায়নি।

জানা যায় একটি বাস্কেট এর মধ্য কাগজে প্যাক করা একটি প্যাকেটকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপরের থেকে নিচের অফিসেও । চিৎকার করে সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকেন একের পর এক কর্মীরা। সেখানে ছিলেন এমনকি বহিরাগতরাও, তারাও চিৎকার শুরু করেন। ছুটে আসে বাইরের স্থানীয়রাও । অবশেষে তারাই খবর দেয় পুলিশকে, এবং পুলিশ এসে খবর দেয় বোম্ব স্কোয়াড কে। তবে সেরকম কিছু পাওয়া না গেলেও এদিন আতঙ্কের রেশ কাটেনি বিএসএনএল কর্মচারীদের মন থেকে। এদিন তারা এও জানান এত বড় একটা সংস্থা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলে ঢেলে থাকবে কেন?