শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও আঞ্চলিক পরিবহণ দপ্তরের যৌথ সহায়তায় শুভ সূচনা হল টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর(TTEN) সংক্রান্ত সহায়তা শিবিরের
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও আঞ্চলিক পরিবহণ দপ্তর দার্জিলিং এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ সহায়তায় শুভ সূচনা হল টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর(TTEN) সংক্রান্ত সহায়তা শিবিরের । মেয়র এদিন জানান পুরসভা সব সময় নাগরিকদের জন্য চিন্তা করে। আর আমাদের দায়িত্ব টোটো চালকদের সঠিক পথে পরিচালিত করা। অনেকেই অনেক কিছু জানেনা উদ্যোগ নিয়ে তাদের সঠিকভাবে সঠিক পথ দেখাতে হবে। শিলিগুড়ি পুরসভা সব ধরনের নাগরিকদের জন্য চিন্তা করে । এরপর থেকে টোটো চালকদের অনেক কিছুই প্রয়োজন হবে না। এরপর থেকে তারা নিশ্চিন্তভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। কারণ পুরসভার দায়িত্ব সঠিক ভাবে পরিচালিত করে মানুষকে নতুনভাবে পথ দেখান। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার , অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলাররাও।
