শিলিগুড়ি পুরসভা এবং নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার মাটিগাড়ার উদ্যোগে দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভা এবং নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার মাটিগাড়ার উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ডেঙ্গু নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির, কিভাবে ডেঙ্গুকে পরাজিত করা যায়, কিভাবে কি করলে ডেঙ্গুর মশা আসতে পারে না , সে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো এদিন।এছাড়া ও নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের তরফ থেকে এদিন দেখানো হয় ডেঙ্গু হয়েছে কিনা কিভাবে সেটা বুঝতে পারা যাবে। এই আলোচনা সভাতে উপস্থিত ছিল শিলিগুড়ি এবং তার আশেপাশের বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। সায়েন্স সেন্টার থেকে আগত কর্মীরা ছাত্র-ছাত্রীদের দেখিয়ে দেন কিভাবে আমরা বুঝতে পারবো , ডেঙ্গু হয়েছে। কোন জলে ডেঙ্গুর মশা থাকে, এটা অনেকেই বুঝতে পারে না এদিন তারা সেটাও দেখিয়ে দেয়। ছাত্র-ছাত্রীদের বহু প্রশ্নের উত্তরও দিয়ে দেন তারা। রামকিঙ্কর হলের দেওয়ালে এদিন বিভিন্নভাবে টাঙিয়ে রাখা হয় ডেঙ্গু মশার পোস্টারও ।
