শিলিগুড়ি পুর নিগমকে আর্থিক সহায়তা করবার ঘোষণা বিধায়ক শংকর ঘোষের
শিলিগুড়ি : যদি দরকার হয় আমি পুরো নিগমের পাশে আছি জানালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি আরো জানালেন রাজনীতির মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু শেষ কথা একটাই আমরা সবাই শিলিগুড়ির নাগরিক, তাই আমি যখন শিলিগুড়ির বিধায়ক নাগরিক হিসাবে আমি মনে করি এই কাজ করা আমার কর্তব্য এবং দায়িত্ব। আমি এই বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলবো, শুনেছি মেয়র থাকবেন না বাইরে যাবেন তাই উনি ঘুরে আসুন আমি অপেক্ষা করবো উনার সাথে কথা বলার জন্য। শিলিগুড়িতে আমরা সবাই একসাথে বসবাস করি ভুল ভ্রান্তি দোষ ত্রুটি এবং দোষারোপ থাকতেই পারে তা বলে উন্নয়ন থেমে থাকবে না কাছে যে দলই করুক না কেন আমি নিজে মনে করি একজন দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে এইটুকু কাজ করা আমার দায়িত্ব এবং কর্তব্য বিশেষ করে এই শিলিগুড়ি শহরের মানুষই যখন ভোট দিয়ে আমাকে শিলিগুড়ির বিধায়ক নির্বাচিত করেছেন, শঙ্কর ঘোষ আরো জানান যে কোন দরকারে যে কোন প্রয়োজনে আমি পাশে ছিলাম আছি এবং থাকবো আমার বিধায়ক তহবিল থেকে আমার যতটুকু করার আমি তা করব কখনোই পিছিয়ে থাকবো না। কারণ শিলিগুড়িকে আধুনিক করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে, শহর বড় হয়েছে সমস্যা বেড়েছে মানুষও এসেছে, কাজেই সমালোচনা করে পিছিয়ে থাকলে হবে না। এগিয়ে এসে সমস্যার সমাধান করতে হবে বলেও জানান বিধায়ক শংকর ঘোষ।
তিনি শিলিগুড়ি মিনিসিপাল কর্পোরেশনে এসে কমিশনারের সাথে দেখা করেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তাও বলে, পরে তিনি জানান আমি আমার তরফ থেকে জানিয়ে গেলাম, বাকিটা শিলিগুড়ি কর্পোরেশনের দায়িত্ব। যাওয়ার আগে তিনি এও বলে যান তিনি আবার আসবেন শিলিগুড়ির উন্নয়নে শিলিগুড়ির পাশেই থাকবেন।
x