শিলিগুড়ি রাস্তায় বিধায়ক শঙ্কর ঘোষ, ঘুরে দেখলেন পরিস্থিতি
শিলিগুড়ি : শিলিগুড়ি রাস্তায় বিধায়ক শংকর ঘোষ, এদিন সকালে তিনি তার দু চাকার গাড়ি নিয়ে শিলিগুড়ি রাজপথে। শুনলেন বহু মানুষের সমস্যার কথা কখনো তিনি চায়ের দোকানে আবার কখনো মুদির দোকানে আবার কখনো কোন হোটেলে ঢুকে বসে শুনলেন সাধারণ মানুষের বর্তমান সমস্যার কথা। বিধায়ক জানান রোজ রোজ এক জায়গায় বসলে মাত্র কয়েকজনের সমস্যা জানতে পারা যায় কিন্তু যদি আমি ঘুরে বেড়াই তবে শিলিগুড়ি বর্তমান পরিস্থিতির কথা জানতে পারব। আমি যতগুলো ওয়ার্ড ঘুরে বেড়ালাম বেশিরভাগ মানুষের সমস্যা পানীয় জলকে নিয়ে, অনেকেই জানিয়েছেন তাদের সামর্থ্য নেই তাই ঘরে একোয়া গার্ডের মতো জিনিস রাখতে পারেন না, তারা বাইরের পানীয় জলের উপরে নির্ভরশীল, কিন্তু গত কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যা শিলিগুড়ির বাসিন্দাদের কাছে, ভীতির সঞ্চার করেছে কিন্তু শিলিগুড়ি পুরো নিগম আশা দিয়েও পানীয় জলের সমস্যা সমাধানে ব্যর্থ, এছাড়াও বহু মানুষের অভিযোগ আছে পার্কিং কে নিয়ে তাদের অভিযোগ বারবার বলা হলেও যারা গাড়ি রেখে যান কোন কথাই কানে তোলেন না।
আজকে আমি পুরো শিলিগুড়ি শহর একদিনে না ঘুরতে পারলেও মোটামুটি জেনে নিলাম শিলিগুড়ি শহরের বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গাতে আছে। আমি আরো দু-তিন দিন ঘুরবো কারণ আমি এখন অনেক সময় বাইরে বাইরে থাকি। তাই বেশি সময় দিতে পারি না। তাই আমি চেষ্টা করব শিলিগুড়ির মানুষের যন্ত্রণা কিছুটা হলেও যাতে দূর করা যায়। এদিন বিধায়ককে দেখে বহু বাসিন্দাই এগিয়ে আসেন, বিধায়ক জানান সমস্যা থাকবে এবং তার সমাধানও করতে হবে। শুধু সময় দিতে হবে।