শিলিগুড়িতে আয়োজন করা হল মতুয়াদের দ্বারা পরিচালিত এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা
শিলিগুড়ি : শিলিগুড়িতে আয়োজন করা হলো , মতুয়াদের দ্বারা পরিচালিত ফুটবল প্রতিযোগিতা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ উদ্বোধন করলেন এই প্রতিযোগিতার। মোট বারোটি দল অংশগ্রহণ করে এই ফুটবল প্রতিযোগিতায়। যার মধ্যে পাঁচটি দল বাইরের বলে জানা গেছে । এদিন আয়োজকরা জানান তিন দিনের এই প্রতিযোগিতায় থাকবে আকর্ষনীয় পুরস্কার। বিজয়ী দল পাবেন এক দুর্দান্ত আর্থিক পুরস্কার।

জেলা সভাপতি এদিন জানান এই প্রতিযোগিতা চলছে অনেকদিন ধরে, এই বছর এই প্রতিযোগিতা বড় আকারে আয়োজন করা হচ্ছে। আকর্ষণীয় পুরস্কার মূল্য থাকছে এর সাথে। আমাদের সবাই মাঠে এই খেলা দেখতে উপস্থিত হয়েছেন। দর্শকদের অনুগ্রহ অনুরোধ করব আপনারা সবাই মাঠে আসুন। খেলা দেখুন, তবেই তো উৎসাহী হবে খেলোয়াড়েরা , আর সফল হবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজকরা বহু কষ্ট করে এই প্রতিযোগিতার আয়োজন করছেন। এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তোলা আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে বলেও এদিন জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ।