শিলিগুড়িতে আয়োজিত রক্ত দান শিবিরে এলেন বিধায়ক শঙ্কর ঘোষ, অভিনন্দন জানালেন রক্ত দাতাদের
শিলিগুড়ি : বিধায়ক শঙ্কর ঘোষ যোগদান করলেন রক্ত দান শিবিরে। তিনি জানান আমাদের জীবন এ সবচাইতে মূল্যবান যে জিনিস সেটা হল রক্ত। যা না হলে মানুষের জীবন অসম্পূর্ণ থেকে যায়। সেই রক্ত উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ, আজকে যারা যারা রক্ত দান করছেন সত্যি সত্যি তারা মহান, কারন তারা মানুষের কথা ভেবেই রক্ত দান করেন। এই দান জীবন দান। আজকে দেখলাম এই শিবিরে প্রচুর মানুষ এসেছেন রক্ত দান করতে। এইটা একটা দারুন দিক। আমি মনে করি এইভাবে মানুষ মানুষের পাশে দাড়াক। তবেই তো এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। এদিন সকাল থেকেই এই রক্ত দান শিবিরে এই লাইন দিয়ে দাঁড়ান প্রচুর মানুষজন । যাদের মধ্যে মহিলারাও ছিলেন। বিধায়ক শঙ্কর ঘোষ এদিন মূলত অভিনন্দন জানান তাদের সবাইকে।


