শিলিগুড়িতে কাগজের কাপের বদলে জায়গা করে নিচ্ছে মাটির কাপ, খুশী ক্রেতা এবং বিক্রেতা উভয়েই
শিলিগুড়ি : শিলিগুড়ি চায়ের শহর, এখানে সকাল থেকে সন্ধ্যায় বিক্রি হচ্ছে চা, আর খাচ্ছেন মানুষ। আগে শিলিগুড়িতে চল ছিল না মাটির কাপে, কিন্তুু এখন ছোট এবং বড় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে মাটির ভাড়, যেটা শিলিগুড়িতে চলছে গত দুহাজার কুড়ি সাল থেকে, বর্তমানে অধিকাংশ দোকানেই চলে এসেছে মাটির ভাড়, ক্রেতাদের বর্তমানে প্রথম পছন্দ মাটির কাপ, কারন হিসাবে তারা দেখিয়েছেন মাটির ভাড়ে চা খাওয়াতে কোন ধরনের আশঙ্কা থাকে না। কারন মাটির ভাড়ে চা খেয়ে মানুষ সেই ভাড়টিকে ফেলে দেন, যেটা আগে কাগজের কাপ অথবা অন্য কাপে হবার আশঙ্কা থেকে যেতো। তাই বিক্রেতারা মনের খুশিতেই কিনছেন মাটির কাপ। আর এতে বিক্রিও অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন তারা।
কারন অন্যান্য শহরের তুলনায় শিলিগুড়িতে চা বিক্রির পরিমান প্রায় বেশী পনেরো শতাংশ। তাই মাটির কাপের চাহিদাও তুলনামূলকভাবে অনেকটাই বেশী। তবে বিক্রেতারা হতাশ তাদের মাটির কাপ আনতে হয় বাইরে থেকে। কারন এই বানিজ্যিক শহরে কেউ বানাতে চান না মাটির কাপ। তবে বিক্রেতারা জানিয়েছেন খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে তৈরী হবে মাটির কাপ, তখন আর কোন সমস্যা থাকবে না তাদের।