শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুর এর অত্যাচার, চরম অতিষ্ঠ শহরের মানুষজন
শিলিগুড়ি : শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুর এর অত্যাচার। মূলত গত এক বছর ধরে শিলিগুড়িতে দিনে রাতে চরম অত্যাচার করছে পথ কুকুর। কামড়ে দিচ্ছে সবাইকেই, গত এক বছরের মধ্যে রেকর্ড পরিমানে পথ কুকুর এর দাপট বেড়ে গেছে শিলিগুড়ি শহরে। রেকর্ড পরিমানে কুকুরের কামড় খেয়েছেন সাধারন মানুষও। বিরক্ত মানুষ জানিয়েছেন এইভাবে চললে আর শিলিগুড়ি শহর জুড়ে মানুষ রাস্তায় বের হবেন না।


