শিলিগুড়িতে চরম শোচনীয় অবস্থা পানীয় জলের, মেয়র তদারকি করলেন জরুরী ভিত্তিতে
শিলিগুড়ি: মেয়র নিজে জল নিয়ে মাঠে নামলেন।আজ তিনি শিলিগুড়ি পুর নিগমের ১,১০,৩৮,৯৫০.০০ টাকা অর্থানুকূল্যে ২৭, ২৮ এবং ৫ নং ওয়ার্ডের সহ নাগরিকদের পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে আয়রন রিমুভার প্লান্ট স্থাপন করে জল সরবরাহের তত্ত্বাবধান এবং উক্ত ওয়ার্ড গুলোতে রাস্তা নির্মাণ সহ নিকাশি ব্যবস্থার সূচনা করলেন।
মেয়র আজকে জানান আমাদের শহরে কোন জলের সমস্যা বিশেষ করে পানীয় জলের সমস্যা থাকা উচিত নয়। কিন্তুু এর আগে যারা ছিলেন তাদের কাজ একেবারেই ঠিকঠাক ছিল না, তাই ভুগতে হচ্ছে শহরবাসীকে। আর মানুষ ভাবছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরনিগমের সময় এই পানীয় জলের সমস্যা তৈরী হয়েছে। আপনারাই দেখবেন বলা হলেও এখনো পানীয় জলের সঙ্কট সেভাবে মানুষের কাছে আসে নি। বেশ কয়েকটি ওয়ার্ডে সমস্যা হয়নি যে তা নয় তবে সেটা সাময়িক। আমাদের কর্তব্য আমরা করে চলেছি। আজকে এই আয়রন রিমুভার আমাদের শহরে পানীয় জলের ঘাটতি হতে দেবে না। কারন এই সময় জলের প্রয়োজন প্রচুর। আজকের পর থেকে শিলিগুড়িতে আপাতত পানীয় জলের সেই ধরনের সমস্যা তৈরী হবে না বলে জানান মেয়র গৌতম দেব।