শিলিগুড়িতে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিআই অফিস অভিযান কর্মসূচি
শিলিগুড়ি : শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান কর্মসূচিতে নামলো চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। এদিন যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা শিলিগুড়ির কলেজ পাড়াতে ডি আই অফিসে এসে চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে এদিন তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি এদিন পুলিশ বাধা দিতে আসলে তাদেরকেও প্রবল বিক্ষোভের সম্মুখীন হতে হয়।

এদিকে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আমাদের সবাইকে একেবারে অথৈ জলে ফেলে দিয়েছে, পরিবার নিয়ে পরিজন নিয়ে আমরা কোথায় যাব , কি করবো বুঝেই উঠতে পারছি না। আমরা তো যোগ্য, আমরা পড়াশোনা করে আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই চাকরি পেয়েছি। এই চাকরির উপর নির্ভর করে আমরা সংসার চালাচ্ছি, এইভাবে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মত চাকরি চলে গেলে আমরা কোথায় যাব কি করব ? ভেবেই উঠতে পারছি না। আমাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে, এবং সেটা সসম্মানের সাথেই । আমরা তো কোন অবৈধভাবে চাকরি পায়নি , তবে কেন আমাদের এই ধরনের শাস্তি পেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে , এদিন অনেকেই দুঃখে এবং হতাশায় কাদতে শুরু করে দেন। তুমুল বিক্ষোভের মাঝখানে পড়ে যায় আধিকারিকেরা। বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চাননি কেউই।