শিলিগুড়িতে “টম এন্ড জেরি “সেলফি জোনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে “টম এন্ড জেরি “সেলফি জোনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে এদিন এই সেলফি জোনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান বাচ্চাদের কাছে এই টম এন্ড জেরি আলাদা সৌন্দর্য রাখে। আমরা অনেকেই ছোটবেলা থেকেই টম এন্ড জেরিকে দেখে বড় হয়েছি। একটা আলাদা নস্টালজিক ব্যাপার আছে। আশা করব শুধু তের নম্বর ওয়ার্ড কেন শিলিগুড়ির মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয় হয়ে থাকবে এই টম এন্ড জেরি জোন। আমি সবাইকে আজকে অনুরোধ করবো সবাই একটু দেখে যাবেন। সত্যি সত্যি সবার ভালো লাগবে।

এদিকে এদিন টম এন্ড জেরি জোনের উদ্বোধন দেখতে উপস্থিত ছিলেন বহু কচিকাঁচা ছোট ছোট ছেলে মেয়েরা। অনেকেই উৎসাহের সাথে এদিন গোটা এলাকা ঘুরে দেখেন। কাউন্সিলার মানিক দে এদিন এও জানান আমার ওয়ার্ড এক বিচিত্র ওয়ার্ড। আর এই টম এন্ড জেরি সবচাইতে নতুন এক সংযোজন আমার ওয়ার্ডে এদিন এমনটাই জানালেন কাউন্সিলর মানিকদে। তিনি আরো জানান কচিকাঁচাদের সাথে সময় কাটাতে গেলে টম এন্ড জেরি গল্প শোনানো দরকার। আর তাই আজ এই টম এন্ড জেরি সেলফি জোনের উদ্বোধন করা হলো।