শিলিগুড়িতে টোটোর দাপটে চরম নাজেহাল পথচলতি সাধারণ মানুষ
শিলিগুড়ি : সমস্যা ছিল মূলত অনেক দিন থেকেই। এখন তা আরোও বেড়েছে। টোটোর দাপটে এখন আর চলা যাচ্ছে না রাস্তায় এমনি অভিযোগ পথচলতি সাধারণ মানুষের। তারা এও জানিয়েছেন সকাল থেকে সন্ধ্যা টোটোর দাপট বাড়ছে দিনের পর দিন। যেসব জায়গাতে ট্রাফিক নেই সেখানে অবারিতভাবে টোটো ঢুকে গিয়ে যানযটের সৃষ্টি করছে। সবচাইতে বেশী সমস্যা তৈরী হয়েছে সন্ধ্যা বেলাতে। তখন ট্রাফিকের জায়গা অনেক হালকা থাকায় সুযোগ এবং সুবিধা দুটোই অনেকটা বেড়ে গেছে টোটো চালকদের। তাদের জন্য সমস্যায় পড়ছেন রিষ্কাওয়ালা এবং অন্যান্য যানবাহনের মালিকেরা। সবচাইতে বেশী সমস্যায় পড়ে যাচ্ছেন মহিলা এবং বয়ষ্ক মানুষেরা। কিছু বলতে গেলেই যাতা বলে চলেছেন টোটো চালকেরা। অভিযোগ করলেও দুদিন ঠিক থাকার পরেই আবার তৈরী হয়ে যাচ্ছে সমস্যা।
শিলিগুড়িতে আগের চাইতে বেড়েছে জনসংখ্যা তাই টোটোর চাহিদাও বেড়েছে। সকাল থেকে সন্ধ্যায় দেখা যায় কিভাবে টোটো চলতে থাকে শিলিগুড়ি শহরের বুকে। এই কারনে অসন্তোষ প্রকাশ করেছেন বহু মানুষ। শুধুমাত্র দাড়িয়ে থাকাতেই টোটোর দাপটে যানযট তৈরী হচ্ছে শিলিগুড়ি শহরের বুকে।তবে আগামী দিনে কিভাবে মানুষ চলাচল করবেন সেটাই দেখতে চান সাধারন মানুষ।