শিলিগুড়িতে দুস্থদের মধ্যে বিনামুল্যে ওষুধ বিতরন করলেন ডাক্তার শীর্ষেন্দু পাল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির মিলনপল্লীতে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল একটি সেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। ডাক্তার শীর্ষেন্দু পালের উদ্যেগে চলাএই ক্যাম্পে যাবতীয় রোগের পরিক্ষা করা হল। ডাক্তার শীর্ষেন্দু পাল জানালেন সারা বছর ধরেই আমি এই ধরনের সেবামুলক কাজ করে থাকি। এই কাজ আমাদের কাছে নতুন কিছু নয়। ডাক্তার পাল আরো জানালেন বর্তমানে বহু রোগ মানুষের শরীরে বাসা বেধেছে তার জন্য প্রয়োজন প্রতিরোধ এবং সঠিকভাবে চিকিৎসা করা। সবার কাছে অর্থ থাকে না, কাজেই ওষুধ কিনতে গিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে যান। আমি সারা বছর এই ধরনের ক্যাম্পে চেষ্টা করি মানুষ যাতে তাদের দরকার মতন ওষুধ পেয়ে যান।

ডাক্তার শীর্ষেন্দু পাল এও জানান আমি মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই । আমার সাধ্যমত আমি সারা বছর ধরে এই ধরনের কাজ করে থাকি। আমি নিজে খুব উদ্যেগ নিয়ে এই কাজ করি। কারন ওষুধের প্রয়োজন সবারই। আমি যদি কিছু করতে পারি এইসব অসহায় এবং সাধারন মানুষের জন্য সেটা আমার কাছে মহৎ ব্যাপার বলে মনে হবে । ভবিষ্যতেও আমি এই ধরনের কাজ করে যাব বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *