শিলিগুড়িতে নামছে ভূটিয়ারা, ক্রমশ জমছে শীতের বাজার
শিলিগুড়ি : আগে পূজোর পরেই চলে আসত ভূটিয়ারা। আর এখন ডিসেম্বর না আসলে বসেই না ভূটিয়া মার্কেট। আগে শীতকাল হলেই সবাই খোজ করতেন কবে বসবে গরম পোশাকের বাজার। তখন সোয়েটার এবং জ্যাকেটের প্রতি একটা আলাদা আকর্ষন ছিল মানুষের। আর এখন নভেম্বর আসলেও দেখা নেই শীতের, চলছে ফ্যান। ফলে বাড়তি টাকা ভাড়া দিয়ে আসতে সাহস করেন না ভূটিয়া দোকানদারেরা। শীত থাকেই দুই থেকে তিন মাস এইসময় আমাদের যা ব্যাবসা হয়,আমরা আশা করে থাকি অন্তত চার/পাচ মাস আমরা শিলিগুড়ি থাকতে পারব কিন্তুু তা একেবারেই হয় না, জানিয়েছেন এক ভূটিয়া ব্যাবসায়ী। তিনি আরো জানিয়েছেন আমাদের সবাই এই সময় আশা করে থাকে কিছু রোজগার হবে কিন্তুু এখন শিলিগুড়িতে শীতের সময় অনেকটাই কমে এসেছে আমরা তাই হিসেব করে শিলিগুড়িতে এসে থাকতে চেষ্টা করি জানিয়েছেন এক ভূটিয়া ব্যাবসায়ী। তিনি জানিয়েছেন শিলিগুড়ির বাজার এখন আগের মতন নেই। তাই আমাদের চিন্তা করতে হয় কিভাবে চলব। তাছাড়া শিলিগুড়িতে ঠান্ডা পড়ে এখন এক থেকে দেড় মাস, এই কদিনে যতটা ব্যাবসা হয় আমাদের। তবে গতবার আমাদের ভালো ব্যাবসা হয়েছিল, আর এইবারও আমরা তাকিয়ে আছি কবে ঠাণ্ডা পড়বে শিলিগুড়িতে। তবেই আমাদের কিছু লাভ হবে বলে জানিয়েছেন এক ব্যাবসায়ী।