শিলিগুড়িতে পথশ্রী প্রকল্পের সূচনা করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে শুভারম্ভ হলো পথশ্রী প্রকল্পে শিলিগুড়ি পুরনিগমের ২৫নং ওয়ার্ডের অন্তর্গত মিলনপল্লী সরকারি আবাসনের পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের। এদিন মেয়র গৌতম দেব এই প্রকল্পের সূচনা করে জানান, যে কোন জায়গায় গ্রাম হোক বা সড়ক উন্নতির প্রথম ধাপ হলো রাস্তা। যে শহরের রাস্তা যত উন্নত হবে সেই শহরের তত উন্নত হবে। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত রাস্তার কথা সব সময় চিন্তা করে থাকেন। আজকে বাংলায় আপনি যে যে প্রান্তেই যাক না কেন দেখতে পাবেন রাস্তা কত উন্নত। আর এইসব সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। তার দূরদর্শী চিন্তাভাবনা , আজকে বাংলার মানুষকে এবং বাংলাকে অনেকটাই এগিয়ে দিয়েছে তিনি । আরো রাস্তা তৈরি হবে আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন। বাংলা অনেক দূর যাবে বাংলাকে এগোতেই হবে। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলারেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *