শিলিগুড়িতে বল্লা কালিমাতার পূজোর শুভ উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : শিলিগুড়িতে বল্লা কালিমাতার পূজোর শুভ উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি উদ্বোধন করে জানালেন মায়ের আশীর্বাদ আমাদের সবার মাথার উপরে আছে। আমাদের জয় হবেই, চারিদিকে এতো ঝামেলা এতো অশান্তি সব মায়ের আশীর্বাদ পেলে অন্য দিকে চলে যাবে আমাদের শুধুমাত্র এক মনে মাকে দেখে মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে হবে । এখন উত্তরবঙ্গতে বল্লা কালীবাড়ি পুজোয় জনপ্রিয়তা অনেক বেশী । মানুষ আসেন মায়ের আশীর্বাদ নিতে। আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন। এদিন প্রচুর মানুষ আসেন কালীপুজোতে মায়ের আশীর্বাদ নিতে।



