শিলিগুড়িতে বিক্রি বেড়েছে ঠান্ডা পোশাকের, আসছেন বহু সাধারণ মানুষজনও
শিলিগুড়ি : শিলিগুড়িতে বিক্রি বেড়েছে ঠান্ডা পোশাকের।ভীড় করছেন সবাই। শিলিগুড়ির ভূটিয়া মার্কেটে ভীড় বেড়েছে গরম পোশাকের জন্য। আসছেন কম বেশী সকলেই। এবারে শিলিগুড়িতে গরম পোশাকের বিক্রি কম হওয়ায় চিন্তায় ছিলেন বিক্রেতারা।অনেক আগেই এসেছেন তারা। কিন্তুু বিক্রি না হবার কারনে দোকান ভাড়া নিয়ে সমস্যার মধ্যে ছিলেন তারা। অবশেষে পড়ল ঠান্ডা। তবে বিক্রি কতখানি বাড়বে দুদিন আগে পযর্ন্ত চিন্তায় ছিলেন বিক্রেতারা। কবে বাড়বে বিক্রি কারন রোজকার খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। তবে দুদিনের ঠান্ডায় কাবু শিলিগুড়ি। বিক্রি হচ্ছে অনেকটাই। আর তাতেই হাসিমুখ ভূটানী বিক্রেতাদের। অনেকেই জানিয়েছেন একেবারেই বিক্রি ছিল না সেভাবে তাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমরা। তবে গত দুদিনের ঠান্ডায় বিক্রি বেড়ে গেছে অনেকটাই। তাই আপাতত নিশ্চিত আমরা। অনেক দিন থেকেই বাজার একেবারেই খারাপ ছিল। তাই এবারে কিছুটা হলেও আমাদের চলার রাস্তা করে দিল এই বর্তমান বাজার। জ্যাকেট এবং ফুল সোয়েটার গত দুদিনে রেকর্ড পরিমানে বিক্রি হয়েছে। তাই এবারে একটা আলাদা চিন্তা করছি আমরা। আশা করছি এবারের ঠান্ডা এবং এবারের শিলিগুড়ি আমাদের হতাশ করবে না বলে জানিয়েছেন বিক্রেতারা। সবার একটাই কথা বিক্রি থাকুক এবং সবাই আসুক। সময় লাগুক কিন্তুু বিক্রি হোক জানালেন তারা।