শিলিগুড়িতে মিড ডে মিলের সংজ্ঞা বদলে দিয়েছেন শ্রাবনী দত্ত
শিলিগুড়ি : দায়িত্ব পেয়েছেন এবং সেই দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন শিলিগুড়ির 14নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম এম আই সি শ্রাবনী দত্ত। তিনি জানালেন আমি চেষ্টা করব যাতে ছোট ছোট ছেলেমেয়েরা মিড ডে মিলের খাবার খেয়ে আনন্দ পায়। আমি যেদিন থেকে এই দায়িত্ব পেয়েছি সেদিন থেকেই চেষ্টা করছি যাতে এই কাজে আমি আমার মতন করে চলতে পারি। আমি মনে করি এইসব অসহায় ছেলে মেয়েরা ইষ্কুলে এসে যদি খাবার পায় ঠিকমতো তবে আমি মনে করব আমি আমার কাজে সফল হতে পেরেছি। কিভাবে আমি এই কাজ শুরু করে আজকে এই জায়গাতে আসতে পেরেছি সেটা একমাত্র আমিই জানি। মিড ডে মিলের কাজটা খুব একটা সহজ কাজ নয় আমার কাছে। অনেক পরিকল্পনা করে আমি কাজ করেছি।যাতে এই কাজ নিয়ে যাতে কোন ধরনের কথার মুখে পড়তে না হয় আমাকে। সব ইষ্কুলে ঠিকমতো খাবার পৌছে দেওয়া এবং সেই খাবার ঠিকভাবে বন্টন করা হচ্ছে কি না সেটা আমি দেখছি। আমি আশা করছি ভবিষ্যতে এই মিড ডে মিলের খাবার নিয়ে কোন ধরনের বিতর্ক সামনে আসবে না। তবেই আমি মনে করব আমি আমার দায়িত্ব সম্পুর্ন করতে পেরেছি। জানালেন শ্রাবনী দত্ত। আমাদের মুখ্যমন্ত্রী নিজেই সাধারন মানুষের কাজ নিয়ে যথেষ্ট সচেতন। তিনি নির্দেশ দিয়েছেন মিড ডে মিল নিয়ে যেন কোন ধরনের বিতর্ক না তৈরী হয়। আমি তার সেই নির্দেশ পালন করতে চেষ্টা করছি বলে জানান শ্রাবনী দত্ত।