শিলিগুড়িতে শীতের দিনের সবজী বিক্রি হচ্ছে আকাশছোয়া দাম থাকলেও
শিলিগুড়ি : শীতের সবজী বিক্রি দেদার শিলিগুড়িতে। প্রায় প্রতিদিনই শীতের বাজারে সবজী বিক্রি হচ্ছে দেদার। মানুষ সবজী কিনছেন ব্যাগ ভরে ভরে। শীতের সবজী কেনার মজাই আলাদা জানিয়েছেন এক ক্রেতা। একজন জানিয়েছেন শীতকালের মত খেয়ে মজা অন্য কোন সময় একেবারেই নেই, কি আমিষ কি নিরামিষ সব খাবার যেন অমৃত। শিলিগুড়িতে যেকটি প্রধান সবজী বাজার আছে সব বাজারেই সবজী বিক্রি হচ্ছে তুলনামুলক ভাবে অন্য সময়ের থেকে অনেকটাই বেশী। কি ফুলকপি কি বাধাকপি এবং কি বেগুন সব সবজী বিক্রি হচ্ছে অনেক অনেক বেশী। শিলিগুড়ির বিধান মার্কেটের এক সবজী বিক্রেতা জানিয়েছেন মানুষ ব্যাগ ভরে ভরে সবজী কিনছেন সে যে দামই হোক না কেন। মাছ এবং মাংশের বিক্রিও বেড়েছে তিনগুন। তবে শীতের সবজী এতটা বিক্রি বেড়েছে ভাবতেই পারছেন না বিক্রেতারা। তারা জানিয়েছেন সবজী প্রায় পড়ে থাকছেনা বললেই চলে। তাই আমরা চেষ্টা করছি মানুষের পছন্দের দামে সবজী বিক্রি করতে। শীত এখনো থাকবে কিছুদিন তাই আমরাও আশায় আছি আরো কদিন মানুষ মন খুলে সবজী কিনবেন শীতের। তাই আমরা চাই শীত থাকুক আরো কিছুদিন জানিয়ে দিলেন তারা।