শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হল ব্রহ্মার পূজো
শিলিগুড়ি : আজ শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হল ব্রহ্মার পূজো। এদিন সকালে এই পূজোর উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং আনন্দময়ী কালীবাড়ির গুনিজনেরা। ডেপুটি মেয়র এদিন জানান আমাদের কাছে ভগবানের কাছে গুরুত্ব একেবারেই আলাদা। ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা থাকে যাতে আমরা যেন শান্তিতে থাকি সবাইকে নিয়ে আনন্দে থাকি। আমাদের কাছে ব্রক্ষাদেবতা একটা আলাদা দিক তার আর্শীবাদ নিয়েই চলছি আমরা। আমাদের জীবনে তার একটা আলাদা ভূমিকা আছে। আমাদের দরকার জীবনে একটা ইতিহাস তৈরী করা। আজকে ঠাকুরের পূজোতে আমরা ঠাকুরের কাছে একটা আলাদা আশা কামনা করি। এদিন ডেপুটি মেয়র নিজে বসে পূজো দেন এবং মায়ের কাছে আর্শীবাদ প্রার্থনা করেন।