শিলিগুড়ির একটি ইষ্কুলের ছাত্রছাত্রীদের কে চশমা দেওয়া হল সম্পূর্ণ বিনামুল্যে
শিলিগুড়ি : শিলিগুড়ির বরোদাকান্ত বিদ্যাপীঠ ইষ্কুলে ছাত্রছাত্রীদের বিনামুল্যে চশমা বিতরন করা হল শিলিগুড়ি গ্রেটার লায়নস এর তরফ থেকে। ওই ইষ্কুলের প্রধান শিক্ষক সুমন্ত বাগচি জানালেন প্রত্যেক ছাত্রছাত্রীদের চোখ তাদের ভবিষ্যত জীবনের কাছে অত্যন্ত মুল্যবান। কারন চোখ যদি ঠিক থাকে তবেই ভবিষ্যতে তারা কোন এক জায়গাতে চলে যেতে পারবে। একজন ছাত্র কিংবা একজন ছাত্রের কাছে চোখের চাইতে অমুল্য আর কোন কিছুই নেই। সবার পক্ষে কোনভাবেই সম্ভব হয় না ডাক্তার দেখিয়ে চশমা তৈরী করতে। তাই আমাদের ইষ্কুলের তরফ থেকে উদ্যেগ নেওয়া হয়েছিল যাতে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদেরকে চশমা দেওয়া হয়। আজকে আমরা আমাদের ইষ্কুলের প্রায় তিনশো ছাত্র ছাত্রীদের হাতে চশমা তুলে দিলাম। ভবিষ্যতে আবার এই ধরনের কাজ করবার ইচ্ছায় আমরা থাকলাম বলে জানালেন তিনি।