শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচারে নামলেন বিধায়ক শঙ্কর ঘোষ, কয়েকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে করলেন এমনকি প্রচারও
শিলিগুড়ি : এদিন শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচারে নামলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আজ শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করলেন। স্থানীয় বাসিন্দারা বিধায়ককে দেখে সামনে চলে আসলেন এবং নিজেদের মুল সমস্যার কথা তুলে ধরলেন। এদিন বিধায়ক জানালেন আমাদের বিজেপী দলটি একটি নিয়ম মেনে তৈরী করা দল। যারা জানে কিভাবে দেশের মানুষকে রক্ষা করা যায়। বাকি দলগুলি দেশের জন্য কিছুই ভাবে না। বিজেপী দেশের মধ্যে ঐক্য তৈরী করে তুলছে। বাকিরা অনেক চেষ্টা করেও তার কিছুই করতে পারে নি। আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খোজ রাখে ভোটারদের। তারা কে কেমন আছেন এবং কোথায় আছেন সেটাও বুঝে গেছি আমরা। যেখানে অন্য কেউ কিছুই বোঝে না।
এদিন বিধায়ক বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের জানান আমাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প মানুষের উপকারই করেছে। যাবার আগে বিধায়ক আরো জানান আমরা আবার আসবো। শুধুমাত্র একটু অপেক্ষা করুন আপনারা। প্রচার শেষে ডাবের জল খান বিধায়ক নিজেই সবসময়। এদিন বিজেপীর প্রচারের পরেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও । কাগজ নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়াও শুরু করে দিয়েছেন এমনকি মহিলারা এবং কর্মীরা।