শিলিগুড়ির লোয়ার বাগডোগরাতে এলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবতী, উদ্বোধন করলেন একাধিক নতুন প্রকল্পের
শিলিগুড়ি : শিলিগুড়ির লোয়ার বাগডোগরাতে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবতী, “আমাদের পাড়া এবং আমাদের সমাধান ” প্রকল্পের পতিরাম জোত এ এদিন পরিবহন মন্ত্রী অনেকগুলি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন পাপিয়া ঘোষ এবং বাগডোগরা তৃণমূল কংগ্রেস এর যুব নেতৃত্ব। এদিন পরিবহন মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী তার রাজ্যের মানুষের জন্য চিন্তা করেন এবং তাদেরকে একটা আলোর দিকে নিয়ে যেতে চান, তিনি জানান মানুষের পাশে এবং মানুষের জন্য কাজ করতে ভালো বাসেন আমাদের মুখ্যমন্ত্রী। এই যে আমাদের পাড়া এবং আমাদের সমাধান এর কাজ হচ্ছে সারা রাজ্য জুড়ে, তার একমাত্র কৃত্রিত্ব মুখ্যমন্ত্রীর, তার নির্দেশ আমাদের এই জায়গায় এনে দিয়েছে। পাপিয়া ঘোষ এদিন জানান আমি দলের একজন সাধারন কর্মী, কাজ করতে ভালোবাসি। মানুষ ভালো থাকুক এই আশা করেই কাজ করে চলেছি।
