শিলিগুড়ির হরিজন বস্তিতে আয়োজিত হল এস আই আর ক্যাম্প
শিলিগুড়ি : শিলিগুড়ি হরিজন বস্তিতে আয়োজিত হল এস আই আর ক্যাম্প। শিলিগুড়ির আশ্রমপাড়া হারিজন বস্তির এলাকায় এই এস আই আর ক্যাম্প অনুষ্টিত হয় সকাল থেকেই। এদিন সামনে উপস্থিত থেকে কাজ করেন ১৪নং ওয়ার্ড সভাপতি কমল কুমার কর্মকার, এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সদস্যরাও ।এদিন হারিজন বস্তির বিভিন্ন এলাকা জুড়ে মানুষ আসেন তাদের আবেদন পত্র নিয়ে, কমল কুমার কর্মকার জানান আমাদের এখন একমাত্র কাজ যারা যারা আসছেন তাদের সঠিকভাবে পরিষেবা দেওয়া, যাতে আগামীতে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজেদের পরিচিত করতে পারে। আমাদের এটাই একমাত্র দায়িত্ব এবং কর্তব্য, এস আই আর কে নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড আতঙ্ক তৈরী হয়ে আছে আমার একটাই অনুরোধ কেউ এই সব গুজবে কান দেবেন না, সবাই নিশ্চিত থাকুন।


