শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে খ্রীষ্ট ধর্মপ্রচারক মাদার টেরিজাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো তার ১১৫ তম জন্মদিবসে
শিলিগুড়ি: নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী ও ভারতরত্নে ভূষিতা, ক্যাথলিক সন্ন্যাসিনী এবং খ্রীষ্ট ধর্মপ্রচারক মাদার টেরিজার ১১৫ তম জন্মদিবসে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে। এদিন সকালে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ির পুরো নিগমের অন্যান্য কাউন্সিলর এবং এমএমআইসিরা এসে মাদারটেরেজা ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এদিন মেয়র গৌতম দেব জানন মাদারটেরেজা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, তিনি এটা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে সেবার থেকে বড় ধর্ম আর কিছুই হয় না, আর যদি সেটা মানুষের মানে মানবের সেবা হয় তবে তো আর কথাই থাকে না। তিনি সব সময় বলতেন গরীব দুঃস্থদের সাহায্য কর, তাদের চোখের জল মুছে দাও। কোথায় তার জন্ম আর তিনি আমাদের দেশ ভারতে এসে ভারতকে আপন করে নিয়েছেন, ভারতের দুস্থ মানুষকে নিজের হাতে সেবা করে সুস্থ করে তুলেছেন। তিনি নিজে অসুস্থ থেকেও মানুষের কাজে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আজ তার জন্মদিন তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শিলিগুড়ি পুরো নিগম মাদারটেরেজা কে মনে করিয়ে দিল। আজকের দিনটি ভারতবাসীর কাছে কিছুটা হলো বিষাদের দিন। কারণ মাদার তেরেসার আমাদের ছেড়ে চলে যাওয়াটা এক অপরনীয় ক্ষতি।