শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে, পালন করা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মজয়ন্তী
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে, জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মজয়ন্তী পালন করা হলো। এদিন শিলিগুড়ির কোর্টমোর চত্বরে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ির মেয়র তথা মহানগরীর গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এম এমআইসি।
এদিন মেয়র জানান মহাত্মা গান্ধী আমাদের কাছে বাপুজী নামে পরিচিত। তার কথা তার কাহিনী আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। তিনি শান্তির প্রতীক, সবাইকে শান্ত করে গেছেন চিরকাল। তার কথা তার নিষ্ঠা দেখবার মত। অতি সাধারণ জীবন যাপন তার পছন্দ ছিল, আরম্বরে তিনি বিশ্বাস করতেন না। আজকে তার জন্মদিন , তাই শিলিগুড়ি পুরসভার তরফ থেকে তার ১৫৬ তম জন্মদিবস পালন করা হলো। তার কথা আমাদের কাছে ইতিহাসের পাতায় এবং খাতায় অমর হয়ে থাকবে। জাতির জনক হিসেবে তার বিশেষ পরিচিতি , আমাদের কাজ তার কথা এবং আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা।