শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার জয়েন্তিকা চা বাগানে সহকারী ম্যানেজারকে খুনের ঘটনায় গ্রেফতার হল বাগানের সর্দার
শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার জয়েন্তিকা চা বাগানে সহকারী ম্যানেজারকে খুনের ঘটনায় গ্রেফতার বাগানের সর্দার, খুন করে সে ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। সে জানিয়েছে টাকা নিয়ে তাকে ঠকানো হয়েছে। ওই ম্যানেজার তাকে টাকা নিয়ে অনেক ঘুরিয়েছে। সে চিন্তায় পড়েছে, তার পরিবার আছে, কি হবে তাদের। পাশে থাকা লোকেরা অবাক হয়ে গিয়েছিলো কিভাবে একটা মানুষ খুন করে ঐভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে ছিল বলে মত তার পরিবারের লোকজন দের। আপাতত সে পুলিশ হেফাজতে আছে।
