শিশুপাচারের গুরুতর অভিযোগ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হল উত্তরপাড়ার এক মহিলা চিকিৎসক, এমনকি উদ্ধার করা হল শিশুদেরও
বেস্ট কলকাতা নিউজ : শিশুপাচারের অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন উত্তরপাড়ার এক মহিলা চিকিৎসক। উদ্ধার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসকের হেফাজতে থাকা দুই শিশুকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তরপাড়ায় আসে মুম্বই পুলিশের ওয়াডরা ট্র্যাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল। ওই থানায় দায়ের করা একটি অভিযোগের তদন্তের স্বার্থে। উত্তরপাড়া থনার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ থেকে মৌসুমী ব্যানার্জি নামে এক মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশু। ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গিয়েছে। উড়িষ্যার একটি হাসপাাতালে ডেন্টিস্ট হিসাবে কাজ করেছেন। ধৃতকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বই পুলিশ।

এদিকে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই মামলায় এর আগে মুম্বই থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বইয়ে যাঁরা ধরা পড়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে উত্তরপাড়ার যোগ পেয়ে তদন্তে আসে মুম্বই পুলিশ। উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের দলটি এসে থানায় রিকুইজিশন দেয়। একটি মামলায় তল্লাশি অভিযান চালানো হয়। তারপরেই অভিযান চালিয়ে ওই মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।