FEATURED রাজ্য শীতের বাজার, হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচাতে চায়ের দোকানে হুমরি খেয়ে পড়ছে শিলিগুড়ির সাধারণ মানুষ January 2, 2026 Best Kolkata 0 Comments বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ শিলিগুড়ি : শীতের বাজারে শিলিগুড়িতে বিখ্যাত চা। কনকনে ঠান্ডা আবহাওয়া চা বিক্রেতাদের কাছে যেন স্বর্গ হয়ে উঠেছে। শীতের হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচাতে চায়ের দোকানে হুমরি খেয়ে পড়তে দ্বিধা করছেন না সাধারণ মানুষ।