শীতের ভোরে চমকে গেলেন মানুষ, অন্যান্য জায়গার মতো কাঁপলো শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : শীতের সকালে চমকে দিল ভূমিকম্প, আজ সকাল ছটা বেজে ৩৮ মিনিটে শিলিগুড়ি সময় অনুযায়ী ভূমিকম্প অনুভূত হলো। শীতের সকাল অনেকেই ঘুমের থেকে ওঠেননি, আবার অনেকেই গভীর নিদ্রায় আচ্ছন্ন, দোলা দিতেই মানুষের হুশ আসলো, ঝাকুনি খেয়ে মনে পড়ে গেল পুরনো সেই দিনের কথা, আবার ভূমিকম্প? কিছু বুঝছেনা বুঝতেই গোটা শিলিগুড়ি শহর কেঁপে উঠলো। অনেকেই বুঝতে পারেননি, বুঝে ওঠার পরে শঙ্খ ধ্বনি দিতে শুরু করে দেন, তখনই বুঝতে পারেন অনেকে।
আবার সেদিন ফিরে এলো, স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ,ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও, দুবার আফটার শক, অনুভূত হলো, ফিরে আসলো মানুষের সেই আতঙ্কে দিনগুলি। অনেকে ভুলে গিয়েছিলেন, আজকে সকালের কাঁপুনি যেন সবাইকে আবার পুরনো স্মৃতি এনে দিল। ভূমিকম্পের উৎস স্থল মনে করা হচ্ছে নেপাল থেকে, ভূমিকম্প অনুভূত হয়েছে জলপাইগুড়িতেও। শীতের সকালে বুঝতে পারেনি অনেকেই, লে পড়ি দিয়ে শুয়ে থাকার পরে ভূমিকম্প যেন তাদের চমকে দিয়ে উঠিয়ে দিল। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, সব থেকে বড় কথা বছরের প্রথম দিকে ভূমিকম্প এসে যেন আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে গেল, যে ভুলে গেলে হবেনা। আর এবার ভূমিকম্পের স্থায়িত্ব, বেশ কিছুক্ষণ হাওয়ায় মানুষের আতঙ্ক যেন বেড়ে গেল অনেকটাই।