শীতের স্থানীয় সবজির দেখা নেই বাজারে, শিলিগুড়িতে দাপট দেখাচ্ছে ভিন রাজ্যের সবজি
শিলিগুড়ি : শীতে থাকবে টাটকা সবজি, অথচ শীতে দেখা নেই টাটকা সবজির। শিলিগুড়িতে ক্রমশ দাপট দেখাচ্ছে ভিন রাজ্যের সবজি। শিলিগুড়িতে মূলত ভিন রাজ্যের সবজি আসে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড থেকে। এবারে শিলিগুড়ি বাজারে ছেয়ে গেছে ভিন রাজ্যের সবজি। আর কোনো দেখা নেই শহরের স্থানীয় সবজির। কেন? জানা গেছে স্থানীয় সবজি বিক্রেতারা দিনের পর দিন আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন, ফলে চাহিদা তুলনায় তারা সবজি কম কিনছেন, যোগান কম থাকায় বাজারে স্থানীয় সবজির দাপট একেবারেই কমে গেছে।

আগে শিলিগুড়ি পুরনো স্টেশন বাজারে স্থানীয় সবজি দেখা যেত, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে স্থানীয় সবজি কিন্ তো , কিন্তু এবার সেখানে স্থানীয় সবজির দেখা নেই, বাইরে থেকে সবজি আসছে আর ক্রেতারা সেটা কিনছেন। স্থানীয় সবজি বলতে কাছের একেবারে জলপাইগুড়ি থেকে আসা সবজি, কবে থেকে পাওয়া যাবে স্থানীয় সবজি, এক সবজি বিক্রেতা জানান বাজারে সবজি যদি আমরা কম দামে কিনতে না পারি তবে বিক্রি করব বা কিভাবে, ক্রেতারা ও চান কম যাবে সবজি কিনতে। আমাদের দু দিক থেকেই লোকসান , ফলে আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ছি , এইভাবে চললে আমাদের সবজি বিক্রি করা একেবারেই বন্ধ হয়ে যাবে। তবে আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের ব্যবসা শুরু হবে ভালোভাবেই।