শীর্ঘই কি পুলিশের জালে পড়তে চলেছে শেখ শাহাজাহন? ব্যাপক শোরগোল তৃণমূল নেতার বিস্ফোরক দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : শেখ শাহজাহান কি এবার পুলিশের জালে ধরা পড়বে? ৫৩ দিন ধরে অধরা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এখনও রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে হাইকোর্ট স্পষ্ট করার পর এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মখপাত্র কুণাল ঘোষ। এদিন শাহজাহান নিয়ে আদালতে ঘোষণার পর কুণালের টুইট, ‘সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে’। এদিকে রাজনৈতিক মহলও ব্যাপক তোলপাড় তৃণমূল নেতৃত্বের এই ঘোষণায়। তাহলে এখন কোথায় আছেন শেখ শাহজাহান? কোন ঘেরাটোপে রয়েছেন সন্দেশখালির ‘বাঘ’? উঠছে এমন প্রশ্নও।
এমনকি কুণাল ঘোষের আরও বক্তব্য়, ‘শেখ শাজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই আসলে বিষয়টা আটকে ছিল। তার সুযোগে এতদিন বিরোধীরা ক্রমাগত রাজনীতি করছিল । অবশেষে হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেওয়ার জন্য হাইকোর্টকে বিশেষ ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেফতার হবে।’
এদিকে কুণাল ঘোষের টুইট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এমনকি বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এও বলেছেন, ‘শেখ শাহজাহানের মত দুষ্কৃতীরাই তৃণমূলের সম্পদ। তাই তাঁকে কেউ ধরতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসব হচ্ছে। আসলে কাগজপত্র লোপাটের জন্য এতদিন শেখ শাহজাহানকে বাইরে রাখা হয়েছে।’
আবার সোমবার শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও স্থগিতাদেশ নেই বলেও জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং, সন্দেশখালির একদা বেতাজ বাদশাকে গ্রেফতারে যে আইনি বাধার কথা বিভিন্ন মহল থকে বলা হচ্ছিল তা কার্যত নস্যাৎ করে দিল খোদ উচ্চ আদালতই।