শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্মদিন পালন করা হলো শ্রী গুরু বিদ্যামন্দিরে
শিলিগুড়ি : শিলিগুড়ি শ্রী গুরু বিদ্যামন্দিরে পালন করা হলো ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৭ তম জন্ম দিবস। এদিন এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং অন্যান্য অতিথিরা। এদিন ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্ম দিবস উপলক্ষে, মেয়র গৌতম দেব জানান সারা রাজ্যে এবং সারা বাংলায় অনুকুল ঠাকুরের ভক্তরা আছে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী এবং তার কথা আমাদের সবারই জীবনে কাজে লাগবে শুধু তাই নয়, তিনি তার বাণী সহজ সরল জীবনের মধ্যে দিয়ে, আমাদের সবার কাছে অনেক সহজে পৌঁছে দিয়েছে। তাই আজকে বিশাল অনুভূতির মধ্য দিয়ে আমি এখানে এসেছিলাম। আর আমার এই আসাটা ব্যর্থ হয়নি বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।