সংক্রমণ ক্রমশ বাড়ছে , কেরল সরকার লকডাউন জারি রাখল এমনকি রবিবারেরও
বেস্ট কলকাতা নিউজ : গত দু’সপ্তাহে রবিবারের লকডাউনে কিছু ছাড় দিলেও কেরল সরকার সিদ্ধান্ত নিল ফের কঠোর রাস্তায় হাঁটার। পিনারাই বিজয়ন সরকার রবিবার পূর্ণ লকডাউনের ঘোষণা করল।বৃহস্পতিবার নতুন করে ৩০,০০৭ জন সংক্রমিত হয়েছেন দক্ষিণের এই রাজ্যটিতে। এই নিয়ে টানা দ্বিতীয় দিন ৩০,০০০ ছাড়াল সংক্রমণের গণ্ডি। বৃহস্পতিবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হয়েছে ১৬২। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯.১৩ লক্ষ এবং মৃতের সংখ্যা ২০,১৩৪।
কেরলে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী মূলত ওনাম উত্সবের পর থেকেই। ৬০ শতাংশ নতুন কেসের সন্ধান পাওয়া গিয়েছে গত কয়েক সপ্তাহে । যা কিনা প্রায় অর্ধেক মোট অ্যাক্টিভ কেসের। ইতিমধ্যে আজ কেন্দ্র ‘নাইট কারিফউ’-এর বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে কেরল ও মহারাষ্ট্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে এই নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, সেখানে ‘নাইট কারফিউ’ জারি করা হোক যে সব জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহেরও।