সকাল থেকেই চলে আসেন ওরা, ফুল বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য এই সব ফুলওয়ালি মহিলাদের
(***) স্থানীয় সংবাদ ১ (৪)
শিলিগুড়ি : সকাল থেকেই ওরা চলে আসেন ফুল বিক্রি করতে, কাছে কেউ থাকেন না সবাই দূর থেকে আসে। সবার একটাই চিন্তা এই পূজার সময় যদি একটু ভালো-মন্দ বিক্রি হয় তবে স্বামী সন্তানদের মুখে অন্তত হাসি ফুটবে। ওরা সবাই মহিলা জীবন এবং জীবিকার জন্য ওরা সমাজের মাটিতে নেমে পড়েছে লড়াই করতে। এদের মধ্যে একজন জানান, পুজো তাই চেষ্টা করি একটু বেশি সময় ধরে থাকার। কারণ পুজোর সময় ফুল লাগবে না এমনটা তো হয় না, সব ফুলই লাগে। পুজো আসলে একটু শক্তি পাই আমরা, একটু ভালো বিক্রি হলে চলতে পারবো। ছেলেমেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে কার না ভালো লাগে? সেই চেষ্টার জন্যই তো এত লড়াই, এত কাজ।শিলিগুড়ির প্রায় সমস্ত এলাকাতেই এই ফুলওয়ালি মহিলাদের দেখতে পাওয়া যায় । ভোর ছটা থেকে দুপুর তিনটা পর্যন্ত, পুজোর মরশুমে একটু বেশি সময় পর্যন্ত এদের দেখা মেলে। ওদের লড়াই সত্যিই দেখবার মত, জীবন যুদ্ধে ওরাও তো এক এক জন দুর্গা, আর এটাই সবচাইতে বড় সত্য।
