সঙ্গীত ভালো লাগে? You Tube নিয়ে আসতে চলেছে দুর্দান্ত ফিচার, কী করতে হবে জানুন
বেস্ট কলকাতা নিউজ : YouTube মিউজিক নতুন ফিচার রোল আউট করা শুরু করেছে সংগীত প্রেমীদের জন্য। গুগল মালিকাধীন এই সংস্থা এবার নতুন আঙ্গিকে পরিষেবা দিতে চলেছে অন্যতম প্রতিদ্বন্দ্বি স্পুটিফাই এবং অ্যাপেল মিউজিককে টক্কর দিতেই।এক রিপোর্ট অনুযায়ী, আগের থেকে আরো উন্নত হতে চলেছে অ্যাপের সার্চবার। এবার থেকে YouTube মিউজিকের সার্চ বারেই পাওয়া যাবে ডাউনলোড অপশন। যা এতদিন খুঁজতে হতো Library > Download অপশনে গিয়ে। এছাড়া ব্যবহারকারী ইউটিউবে কোন কোন মিউজিক ভিডিও লাইক করেছে তাও দেখা যাবে Your Likes > Auto Playlist অপশনে গিয়ে।
অফলাইন থাকলেও কী এই সুবিধা পাওয়া যাবে?
9To5 Google এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারী যদি অফলাইনও থাকে তাও Download অপশন অ্যাক্সেস করা যাবে সার্চবারে গিয়ে। অর্থাত্ ইউটিউব এমন একটি ফিচারের উপর কাজ করছে যেখানে কোনো ব্যবহারকারীর যদি ইন্টারনেটে সংযোগ না থাকে তাহলেও সে ডাউনলোড করা গান শুনতে পাবে YouTube মিউজিক অ্যাপে গিয়ে। এই ফিচারটি শুধুমাত্র দু একটা দেশে নয় রোল আউট করা হবে এমনকি সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছেও। এর জন্য আপডেট করে নিতে হবে YouTube মিউজিক অ্যাপ লেটেস্ট 4.40 ভার্সনে। যদিও এই ফিচার কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই ,এখনো এটি উপলব্ধ নেই iPhone সিস্টেমে।