সন্দেশখালির ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার
নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করলো বিজেপি মহিলা মোর্চা।এদিন এনজেপি থানায় বিজেপি’র এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের।
জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এনজেপি থানা সংলগ্ন রেলওয়ে ইনস্টিটিউট মাঠে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন।এরপর বেলা ১২টা নাগাদ ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে মিছিল করে এনজেপি থানায় রওনা দেয় বিজেপি কর্মী সমর্থকরা।থানার সামনে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।থানা চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশবাহিনী।
এদিকে বিধায়ক শিখা চ্যাটার্জির আরও অভিযোগ, রাজ্যের পুলিশ ক্রমশ পরিনত হয়েছে শাসকদলের দলদাসে।সন্দেশখালিতে আন্দোলনরত গ্রামবাসীর উপর ক্রমাগত অত্যাচার চালাচ্ছে তারা ।সন্দেশখালির মহিলাদের উপর অকথ্য মানসিক ও শারিরীক অত্যাচারের পরেও মুল অভিযুক্ত শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।