সন্ধ্যায় শপথ মোদির, উপস্হিত থাকতে চলেছেন সোনিয়া-রাহুল, অন্য লড়াইয়ে মমতা
বেস্ট কলকাতা নিউজ : ঝলমলে হয়ে উঠলো রাইসিনা হিলস কারণ নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান । একাধিক আলোর ছটায় ঝলমলে হয়ে সেজে উঠেছে দেশের রাষ্ট্রপ্রধানের নিবাস স্থল । নরেন্দ্র দামোদরদাস মোদি আজ এখানেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন । রাইসিনা যখন আলোয় ঝলমল, তখন প্রতিবাদ-প্রতিরোধ-লড়াইয়ের বার্তা নিয়ে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।শুরুটা খুব সম্ভবত করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে জানিয়েছিলেন , সাংবিধানিক রীতি মেনে হাজির থাকবেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে । কিন্তু সিদ্ধান্ত বদলাতে ২৪ ঘণ্টাও সময় নেননি । শপথের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রের বর্তমান শাসক দল , এই অভিযোগ তুলে ফিরিয়ে দিয়েছেন মোদির আমন্ত্রণ । তবে তিনি টুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি । মমতা আসছেন না । কিন্তু আর যে দু’জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস দেখতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি । অর্থাৎ গণতান্ত্রিক শিষ্টাচারের পরিচয় ভোটযুদ্ধ শেষের পর। রাইসিনা হিলস সূত্রে পাওয়া আজকের খবর অনুযায়ী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীদের । এছাড়াও থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা ।
এখানেই শেষ নয়, সাংবাদিকদের বসার জন্য রয়েছে এলাহি আয়োজন । বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার বিশিষ্ট নাগরিককে ও আমন্ত্রণ জানানো হয়েছে । আর যাদের আসাকে ঘিরে মোদি-মমতা রাজনৈতিক তরজা চরমে , বাংলার সেই ৫৪ টি পরিবারের সদস্যরা । সবমিলিয়ে রাজনৈতিক-কূটনৈতিক বার্তা দেওয়ার এক প্রচেষ্টা থাকছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান কে ঘিরে ।