সবজী থেকে ফল, মানুষ কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন আকাশ ছোয়া দামের কারনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : জিনিসের দাম আকাশ ছোয়া কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন মানুষ, প্রতিটি জিনিস কিনতে গিয়ে হোচট খাচ্ছেন মানুষ, নাগালের বাইরে চলে গেছে জিনিসের দাম। শিলিগুড়ির সব বাজারেই আগুন দাম সবজীর ভালো আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে। পটল এবং ঝিঙের দাম শুনলে মানুষ আতকে উঠবে। কেনা যাচ্ছে না পেয়াজও। শিলিগুড়ির সব বাজারেই একই দাম সবজীর, আলুর দাম এত বাড়ে নি কোনদিনও, বর্ষা আসে প্রতিবছরই কিন্তুু এইভাবে সবজীর দাম বেড়ে যাওয়ায় চুড়ান্ত অশান্তির মধ্যে পড়ে গেছেন মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে ফলের দামও, এই বাজারে ফল প্রতি কেজিতে কুড়ি থেকে তিরিশ টাকা বেড়েছে। শিলিগুড়ির সব বাজারেই একই দাম বেড়েছে ফলের। কিনতে গিয়ে হাতে ছ্যাকা খাওয়ার মতন অবস্থা তৈরী হয়েছে সাধারন মানুষের। কেন এত দাম বাড়ছে? এক সাথে সবজি এবং ফলের দাম বেড়ে যাওয়ায় বাজার করাই নাগালের বাইরে চলে গেছে জনসাধারনের কাছে।

কোন জিনিসের দামই কম নেই, হাতের বাইরে চলে যাওয়ায় রাজ্য সরকারের তরফ থেকে সবজি বিক্রির ব্যাবস্থা করা হয়েছে বটে তবে সেটাতেও কোন সুরাহা হয় নি। জুলাই এবং আগষ্টে সবজির দাম কমা মুষ্কিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিনিসের দামের এই দুর্মুল্য বাজারে চিন্তা বাড়িয়ে বেড়েছে চালের দামও। সবদিক থেকেই অশান্তিতে আছেন মানুষ, তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দশ দিনের মধ্যে সবজির দাম কমিয়ে দিতে। এখন সাধারন মানুষ তারই অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *