“সবাইকে একসাথে চলতে হবে একসাথে কাজ করতে হবে তবেই তো সমাজ এগিয়ে যাবে”, এমনটাই জানালেন তৃণমূল দার্জিলিং জেলা মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র
শিলিগুড়ি : শিলিগুড়ি : সবাইকে একসাথে চলতে হবে তবেই তো সমাজে পুরুষ এবং নারীর যোগাযোগ সঠিকভাবে এগিয়ে যাবে। ঠিক এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র। এদিন শিলিগুড়ির হেয়ার ভিউ মোর থেকে তিনি জানান আমাদের সবাইকে যদি একসাথে কাজ করতে হয় । তবে সমস্ত কিছু ভুলে এগিয়ে যেতে হবে। এই সমাজে সবারই সমান অধিকার আছে। পুরুষ এবং নারী এই পৃথিবীতে একে অন্যের উপর নির্ভরশীল। তাইতো সমাজ আজকে এই মেলবন্ধনকে সঙ্গী করে অনেকদূর অনেকটাই এগিয়ে গেছে। আমাদের একটাই লক্ষ্য ঐক্যবদ্ধ সমাজ তৈরি করা । যেখানে আমরা সকলে মিলে মিশে একাকার হয়ে যাব এবং একাকার হয়ে থাকবো। ভালোবাসায় ভরিয়ে দিতে হবে এই পৃথিবীকে। তবেই তো সবকিছু সুন্দর হবে। এদিন বৃষ্টি নিয়ে প্রচুর মহিলা সমর্থক এদিন ভিড় জমান শিলিগুড়ি থেকে। এই মিছিল শুরু হওয়ার আগের থেকেই জড়ো হয়েছিলেন প্রচুর মহিলা। যারা একটা স্লোগান দিয়েছিলেন আমরা সবাই এক। তাদের কথার মানেই ছিল এটা। এদিন মিছিলে উপস্থিত ছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ।
